বর্ষার গান

শেরপুরে বর্ষা ঋতু নিয়ে গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শিরোনামে এ গানের আসরের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখা৷ জেলা শহরের দুর্গানারায়ণপুরের আনন্দ ধামে গত শনিবার রাতে এ আসর বসে৷ অনুষ্ঠানে লেখক রাজীব কুমার সরকার, জেলা সংস্কৃতি কর্মকর্তা তমাল বোস, সমাজকর্মী রাজিয়া সামাদ প্রমুখ বক্তব্য দেন৷