বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

উড়োজাহাজ
প্রতীকী ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আজ সোমবার দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা–এ চার দেশের কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে।

তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে। কত দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে টুইটে কিছু জানায়নি এনসিইএমএ।

করোনা পরিস্থিতির কারণে গত শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়।