বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে যোগ দেবে যুক্তরাষ্ট্র

রবার্ট মিলার
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে যোগ দেবে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন তিনি। বাংলায় লেখা ওই টুইটার বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন।

দুটি পৃথক টুইটার বার্তার একটিতে তিনি লেখেন, ‘ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও দেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে যোগ দেব।’

অন্য টুইটে তিনি ‘শুভ নববর্ষ’ উল্লেখ করে লেখেন, ‘বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এই সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরও অনেক কিছুই আছে। শুভ নববর্ষ!’
পেশাদার কূটনীতিক রবার্ট মিলারকে ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন।

১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন রবার্ট মিলার। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।

মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর মার্কিন মেরিন কোরে যোগ দেন মিলার। এর মধ্যে তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।