বাগানের মরিচ তোলা

>বাজারে এখনো রয়েছে পেঁয়াজের ঝাঁঝ। তবে এ বছর মলিন হয়েছে মরিচচাষীদের মুখ। জমিতে মরিচ চাষ করে লোকসান গুনছেন তাঁরা। বাজারে প্রতিকেজি মরিচ পাইকারি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। কিন্তু গাছ থেকে মরিচ তোলার পারিশ্রমিক দিতে হয় কেজি প্রতি ৫ টাকা। তার সাথে আবার বাদ যায় পরিবহন খরচ । তাই শিশুসহ পরিবারের সদস্যদের দিয়েও মরিচ তুলছেন কৃষক। অনেকে আবার বাড়তি আয়ের জন্য অবসর সময়ে আসছেন মরিচ তুলতে। স্কুল শেষে বাড়ির বড় সদস্যদের সঙ্গে মরিচ তুলতে জমিতে আসে শিশুরাও।পাবনা সদরের চরঘোষপুর এলাকায় ছবি নিয়ে ছবির গল্প।
১ / ৮
খেতে মরিচ
খেতে মরিচ
২ / ৮
মরিচ তুলতে সহযোগিতা করছে ছোট্ট মেয়েটি
মরিচ তুলতে সহযোগিতা করছে ছোট্ট মেয়েটি
৩ / ৮
মরিচ তোলা
মরিচ তোলা
৪ / ৮
কৃষাণীর সহযোগিতা
কৃষাণীর সহযোগিতা
৫ / ৮
পরিবারের সবাই মিলে মরিচ খেতে
পরিবারের সবাই মিলে মরিচ খেতে
৬ / ৮
ছোটরাও সাহায্য করে মরিচ তুলতে
ছোটরাও সাহায্য করে মরিচ তুলতে
৭ / ৮
সকলে মিলে মরিচ তোলা
সকলে মিলে মরিচ তোলা
৮ / ৮
সন্তানকে নিয়ে মরিচ তোলা
সন্তানকে নিয়ে মরিচ তোলা