বাগেরহাটে ঠিকাদারকে গুলির মামলার আসামি ফেনসিডিলসহ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বাগেরহাটে ঠিকাদার মো. সিরাজুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টা মামলার আসামি আলামীন শেখকে (৩৬) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে খুলনা জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামীন শেখ বাগেরহাট সদর উপজেলার হাঁড়িখালী এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬–এর (খুলনা) সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ঠিকাদার হত্যাচেষ্টা মামলার আসামি আলামীন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরের হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারের পর আলামীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠিকাদার সিরাজুলকে গুলি করার কথা স্বীকার করেছেন।

৮ অক্টোবর রাতে বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় মোটরসাইকেলে এসে সিরাজুল ইসলামকে (৪৫) লক্ষ করে গুলি করেন দুই ব্যক্তি। আহত অবস্থায় সিরাজুল ইসলামকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ঠিকাদার সিরাজুল ইসলাম বাগেরহাট শহরতলির কৃষ্ণনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট গণপূর্ত ও এলজিইডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নকাজের ঠিকাদারি করে আসছিলেন। গুলির ঘটনায় সিরাজুল ইসলামের বড় ভাই কামরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। ওই মামলায় আলামীন শেখ এজাহারভুক্ত আসামি। একই মামলায় ১০ অক্টোবর বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকার দুলাল আকনকে গ্রেপ্তার করে পুলিশ।