বাটিকের গ্রাম বান্টি

>গ্রামের নাম বান্টি। গ্রামটির ঘরে ঘরে বুটিক-বাটিকের কাজ হয়। সে কারণে বান্টিকে অনেকই ডাকেন বাটিকের গ্রাম বলে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এই গ্রামের অবস্থান। ঢাকা থেকে দূরত্ব ৩২ কিলোমিটার। ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই বান্টি গ্রাম। গ্রামজুড়ে ছোট-বড় মিলে ৩০০-৪০০ বুটিক-বাটিকের কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার মানুষ কাজ করেন। এখানে তৈরি হয় বাটিকের ওড়না, সালোয়ার, কামিজ, বিছানার চাদর, বালিশের কাপড়। এসব কিনতে দূরদূরান্ত থেকে আসেন পাইকারি ব্যবসায়ীরা। বাটিক গ্রাম নিয়ে এবারের ছবির গল্প।
কারিগর দক্ষতার সঙ্গে মাক্কুতে সুতা ভরে বুনে চলেন কাপড়।
কারিগর দক্ষতার সঙ্গে মাক্কুতে সুতা ভরে বুনে চলেন কাপড়।
কাপড়ের নিচের অংশের জন্য সোনালি সুতার কাজ।
কাপড়ের নিচের অংশের জন্য সোনালি সুতার কাজ।
চলছে রং মেশানোর কাজ। আলতো হাতে প্রক্রিয়াটা ঠিক করছেন একজন।
চলছে রং মেশানোর কাজ। আলতো হাতে প্রক্রিয়াটা ঠিক করছেন একজন।
গরম পানির সাহায্যে বিশেষ পদ্ধতিতে রং করার পর তুলে রাখা হচ্ছে কাপড়।
গরম পানির সাহায্যে বিশেষ পদ্ধতিতে রং করার পর তুলে রাখা হচ্ছে কাপড়।
কয়েক ধাপে হয় বাটিকের কাজ।
কয়েক ধাপে হয় বাটিকের কাজ।
গরম পানির সাহায্যে বিশেষ পদ্ধতিতে চলছে রং করার কাজ।
গরম পানির সাহায্যে বিশেষ পদ্ধতিতে চলছে রং করার কাজ।
রং করার কাজ শেষ। এখন ধুয়ে নেওয়ার পালা।
রং করার কাজ শেষ। এখন ধুয়ে নেওয়ার পালা।