বান্টি গ্রামের বাটিক

>ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই বান্টি গ্রাম। বাটিকের গ্রাম বলেই এর পরিচিতি। এ গ্রামের ঘরে ঘরে চলে বাটিকের কাজ। গ্রামজুড়ে ছোট-বড় মিলিয়ে ৩০০ থেকে ৪০০ কারখানা। এসব কারখানায় কয়েক হাজার লোক বাটিকের কাজ করে জীবিকা চালায়। থ্রিপিস, ওড়না, সালোয়ার, কামিজ, বিছানার চাদর ও বালিশের কাভার—এসবের ওপর বাটিকের কাজ করা হয়। দূরদূরান্ত থেকে পাইকাররা এসব কিনতে আসেন।
দক্ষতার সঙ্গে মাকুতে সুতা ভরে শুরু করেন কাপড় বোনা
দক্ষতার সঙ্গে মাকুতে সুতা ভরে শুরু করেন কাপড় বোনা
বাটিকের গ্রামের অনেক বাড়িতে বসানো হয়েছে একাধিক পাওয়ার লুম মেশিন
বাটিকের গ্রামের অনেক বাড়িতে বসানো হয়েছে একাধিক পাওয়ার লুম মেশিন
দামি পোশাকের পাড়ে সোনালি সুতার কাজ
দামি পোশাকের পাড়ে সোনালি সুতার কাজ
চলছে হাতের কাজ
চলছে হাতের কাজ
গরম পানিতে প্রতিটি কারখানায় কাপড় রং করা হয়
গরম পানিতে প্রতিটি কারখানায় কাপড় রং করা হয়
কয়েক ধাপে চলে কাপড়ে বাটিকের নানা কৌশল
কয়েক ধাপে চলে কাপড়ে বাটিকের নানা কৌশল
কাপড়ে রং করার কাজ চলছে
কাপড়ে রং করার কাজ চলছে
বাটিকের কাজে অনেক কসরত
বাটিকের কাজে অনেক কসরত