বাবার সঙ্গে জীবিকার সন্ধানের গিয়ে লাশ হলেন ছেলে

বাবার সঙ্গে জীবিকার সন্ধানে গিয়ে লাশ হলেন ইস্রাফিল হোসেন (২৩) নামের এত তরুণ। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা মহাসড়কের এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মারাত্মক আহত হয় তাঁর বাবা মশিয়ার রহমান (৫২)। তাঁদের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দা এলাকায়।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিতে সাতক্ষীরা ইটাগাছা ট্রাক ট্র্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন বলেন, আজ ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সামনে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইস্রাফিল হোসেন নিহত হন। ওই ট্রাক চালাচ্ছিলেন ইস্রাফিলের বাবা ট্রাকচালক মশিয়ার। এ দুর্ঘটনায় মশিয়ারেরও ডান পা ভেঙে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইস্রাফিলের বাবা মশিয়ার রহমান পেশায় ট্রাকচালক। গত আট মাস আগে ইস্রাফিল বিয়ে করলেও কোনো কাজ করতেন না। যে কারণে গত ১০-১২ দিন আগে মা–বাবার অনুরোধে জীবিকার সন্ধানে বাবার সঙ্গে যান ইস্রাফিল। আজ সকালে কুমিল্লার হাইওয়ে পুলিশ বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

নিহত ইস্রাফিলের স্ত্রী মুন্নি খাতুন জানান, ‘গতকাল শুক্রবার দুপুরে কয়েকবার ফোন দিয়েছিলেন ইস্রাফিল। কিন্তু রিসিভ করতে দেরি হওয়ায় রাগ করে তিনি বলেছিলেন আর কখনো ফোন দেবেন না। সেটাই কি সত্য হলো, আর কখনো আমাকে ফোন দেবেন না।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।