বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২

চাঁদপুরে বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় সদর উপজেলার বাগড়াবাজার লেবুতলা এলাকায় চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হোসেন (২৫) ও রফিকুল ইসলাম গাজী (৪০)। মোজাম্মেল পঞ্চগড় জেলার ফখিলাগার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশারফ হোসেন জানান, সকালে অটোরিকশাটি ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বালুবাহী একটি মিনিট্রাক অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, বাগাদী এলাকায় সড়কের দুপাশে বালুর অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে অন্তত আটটি। এ কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্নসহ প্রায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, ‘নিহত যাত্রী মোজাম্মেল হাজীগঞ্জ পল্লী বিদ্যুতে কাজ করতেন। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মামলা নিয়ে বিষয়টি তদন্ত করে ট্রাকটি আটক করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’