বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে গতকাল শনিবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (২৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। সম্রাট রাজধানীর মিরপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর ভাই লিটন বিশ্বাস (২০) আহত হয়েছেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি ছিলেন কনস্টেবল সম্রাট বিশ্বাস। গতকাল রাতে বিভিন্ন জায়গায় পূজার অনুষ্ঠান দেখে ভাই লিটনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সম্রাট। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সম্রাট নিহত হন ও লিটন গুরুতর আহত হন।

আনোয়ার হোসেন আরও বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।