বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাইবোন নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছেন। দুজনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের অবিলের বাজারে কিশোরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার জহুরুল ইসলাম (৬৫) ও তাঁর বোন আনোয়ারা বেগম (৫৭)। দুর্ঘটনায় ১৪ জন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়ের ভাউলাগঞ্জগামী আজিজ ট্রাভেলের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই আরোহী নিহত হন। এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গোলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল আলম জানান, বগুড়ার মোকামতলায় এক আত্মীয়ের দাফন অনুষ্ঠানে অংশ নিতে দুই ভাইবোনসহ কয়েকজন ওই মাইক্রোবাসে করে যাচ্ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত ১৪ জন। দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও বাস পুলিশ হেফাজতে। মামলার প্রস্তুতি চলছে।