বিচারপতি হাবিবুর রহমান খান মারা গেছেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হাবিবুর রহমান খান (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। খবর বাসসের।
১৯৩০ সালের ৫ জানুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন বিচারপতি হাবিবুর রহমান খান। তিনি ঢাকা বারের সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও ট্রুথ কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মানিকগঞ্জ জেলা সমিতিরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
আজ বুধবার সকাল নয়টায় তাঁর মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হবে। এরপর সুপ্রিম কোর্ট জামে মসজিদে প্রথম জানাজার পর মরদেহ মানিকগঞ্জ সদর উপজেলার সেওতায় নিজ গ্রামে নেওয়া হবে। গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেওতা কবরস্থানে মরদেহ দাফন করা হবে।