বিচারপতিদের ভ্রমণ ভাতা বাড়াতে সংসদে বিল

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

উচ্চ আদালতের বিচারকদের দেশের ভেতরে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে। আজ শনিবার আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল-২০২১’ সংসদে তোলেন।

১৯৭৬ সালের এ–সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করে বাংলায় নতুন আইন এবং ভ্রমণসংক্রান্ত ভাতা বাড়ানোর জন্য খসড়া আইনটি সংসদে তোলা হয়। বর্তমানে উচ্চ আদালতের একজন বিচারক সুপ্রিম কোর্ট সদর দপ্তরের বাইরে দায়িত্ব পালনকালে দৈনিক ৪০০ টাকা ভাতা পান। নতুন আইনে সেটা ১ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সড়কপথে ভ্রমণের জন্য একজন বিচারক প্রতি কিলোমিটার ৩ টাকা ৭৫ পয়সা হারে ভাতা পাবেন। বর্তমানে একজন বিচারক প্রতি কিলোমিটারে এক টাকা পান। এ ছাড়া খসড়ার আইনে রেলপথ, নৌপথ ও আকাশপথে ভ্রমণের বিভিন্ন ভাতার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, ট্রেন, লঞ্চ, জাহাজ বা স্টিমারে ভ্রমণ করে নিজের জন্য ভাড়া পরিশোধ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত দুই বার্থের প্রথম শ্রেণির একটি কম্পার্টমেন্ট বা শীতাতপনিয়ন্ত্রিত কোচের একটি ক্যুপে কম্পার্টমেন্ট বা

প্রথম শ্রেণির কেবিন পাবেন। আকাশপথে ভ্রমণ করলে নিজের পরিশোধিত ভাড়া পাবেন।

এ বিল উত্থাপনের পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। এতে বলা হয়, কোনো বিচারক পদে যোগ দেওয়ার সময় ভ্রমণের জন্য স্ত্রী বা স্বামী, সন্তান ছাড়াও তিনজন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন হারে সড়ক, রেল বা স্টিমারভাড়া পাবেন।

উচ্চ আদালতের বিচারকদের বেতনসংক্রান্ত সামরিক আমলের অধ্যাদেশ বাতিল করে বাংলায় নতুন আইন করতে সংসদে এটি উত্থাপন করা হয়েছে। ১৯৭৮ সালের ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস)’ বাতিল করতে নতুন আইনের জন্য বিলটি তোলা হয়েছে। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি মাসে বেতন পাবেন ১ লাখ ১০ হাজার টাকা, আপিল বিভাগের বিচারকের বেতন মাসে ১ লাখ ৫ হাজার টাকা এবং হাইকোর্টের বিচারকের বেতন মাসে ৯৫ হাজার টাকা। বিচারকেরা প্রতি মাসে বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন।

খসড়া আইনে বলা হয়েছে, উচ্চ আদালতের একজন বিচারক তাঁদের বাসায় একজন বাবুর্চির পরিবর্তে প্রতি মাসে ১৬ হাজার টাকা করে ‘কুক ভাতা’ পাবেন। বিচারকেরা তাঁদের ইয়ারমার্কড, স্বতন্ত্র, একক বাসা, বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে একজন করে নিরাপত্তা প্রহরী পদের সুবিধার পরিবর্তে প্রতি মাসে ১৬ হাজার টাকা সিকিউরিটি ভাতা পাবেন।