বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকার ফরমের লিংক পরিবর্তন

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনার টিকা নিতে অনলাইনে আবেদন করার ফরমের লিংকে পরিবর্তন এসেছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে যেতে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনার টিকা নিতে আবেদনের জন্য ১৩ জুলাই পরিপত্র জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল একটি গুগল ফরম।

ওই ফরম পূরণ করে শিক্ষার্থীরা টিকার জন্য আবেদন করতে পারতেন। তবে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ফরমের লিংক পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া পরিপত্রের বাকি সব শর্ত ও অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে।

যে আবেদনকারীরা ২১ ও ২২ জুলাই আগের ফরমের লিংকে গিয়েও টিকার জন্য আবেদন করতে পারেননি, তাঁদের নতুন লিংকে গিয়ে আবেদন করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে আবেদনের জন্য ফরম পেতে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই লিংকে প্রবেশ করতে হবে।