বিমসটেকের বৈঠকে সংযুক্তি বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

বঙ্গোপসাগরের দেশগুলোতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সংযুক্তির ওপর বিশেষ জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বৈঠকে এ আহ্বান জানান এ কে আব্দুল মোমেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে বৈঠকটি এবার ভার্চ্যুয়ালি হচ্ছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাওয়ারদেনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেল অংশ নেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সদস্যদেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান। সংযুক্তি বাড়ানোর অংশ হিসেবে সদস্যদেশগুলোর মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও মোটরযান চুক্তি সইয়ের ওপর জোর দেন তিনি। বিমসটেক নৌ-জাহাজ চলাচল চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। করোনা-পরবর্তী পরিস্থিতিতে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিমসটেক শীর্ষ সম্মেলনে সই এবং অনুমোদনের জন্য পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অপরাধ বিষয়ে পারস্পরিক আইনি সহায়তাসম্পর্কিত বিমসটেক সনদসহ বেশ কয়েকটি চুক্তি ও দলিল অনুমোদন করেছে।

পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন এ বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে শীর্ষ সম্মেলনের সূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে।