বিমানের সৌদি ফ্লাইট এখনই চালু হচ্ছে না

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ফাইল ছবি
সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পরই বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে সৌদি আরবে যেতে ইচ্ছুক যাত্রীদের। অপেক্ষমাণ যাত্রীদের যাত্রার তারিখ, সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে এখনই দেশটিতে যেতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। বৃহস্পতিবার বিমানের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরুর ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী দেশটিতে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছিল বিমান কর্তৃপক্ষ। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পরই বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে সৌদি আরবে যেতে ইচ্ছুক যাত্রীদের। অপেক্ষমাণ যাত্রীদের যাত্রার তারিখ, সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) থেকে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার অনুরোধ জানানো হয়েছে। বিমানের কল সেন্টার নম্বরে (০১৭৭৭৭১৫৬১৩-১৬) ফোন করেও তথ্য জেনে নেওয়া যাবে।