বিয়ানীবাজারে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পানির পাম্প মেরামতের পর বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহিদ উদ্দিন (৪৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মো. জাহিদ উদ্দিন উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি বিদ্যুৎকর্মীর (ইলেকট্রিশিয়ান) কাজ করতেন।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে বিয়ানীবাজারের খাসা পণ্ডিতপাড়ায় জুয়েল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিয়ানীবাজারের খাসা পণ্ডিতপাড়ার বাসিন্দা জুয়েল আহমদের বাড়ির পানির পাম্প বিকল হয়। আজ সেটি মেরামত করতে যান জাহিদ উদ্দিন। মেরামতের একপর্যায়ে তিনি পাম্পটি ঠিক হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ–সংযোগ দিলে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, ‘জাহিদ উদ্দিন ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। পানির পাম্প মেরামতের পর বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাঁর লাশ উদ্ধার করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।