বীরগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
বীরগঞ্জ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার মা সমাবেশ ও ওয়াস ব্লক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মা সমাবেশে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে। নৈতিক শিক্ষা শিশুর পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সঙ্গে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য। অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরেপড়া রোধে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা ও সন্তানদের বিনোদনে রাখার প্রতি মায়েদের আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা খালেদা বেগমের সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি মো. আবুল কাশেম খোকন সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মো. হুমায়ুন কবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ওয়াশ ব্লক হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।