বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্ব হয় দুটি গ্রুপে৷ ক গ্রুপে ছিল প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৷ খ গ্রুপে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের পাশাপাশি স্থাপত্য বিভাগ৷ বুয়েটে এবার মোট আসন ১ হাজার ২৭৯ টি৷ প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট আসন ১ হাজার ২১৯টি (২টি সংরক্ষিত আসনসহ) আর স্থাপত্য বিভাগের জন্য আসন ৬০টি৷
প্রকাশিত ফলাফলে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতরা ছাড়াও অপেক্ষমাণ তালিকায় আছেন ৮৯ জন৷ প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বাইরে অপেক্ষমাণ তালিকায় আছেন ৭৫৯ জন৷
বুয়েটের ভর্তি পরীক্ষার এ ফলাফল দেখা যাবে এই লিংকে: (https://ugadmission.buet.ac.bd)৷