বেহাল সড়ক

রাজধানীর নন্দীপাড়া এলাকায় সড়কের বেহাল দীর্ঘদিন ধরেই। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে খানাখন্দে ভরা এ সড়কে চলাই দায় হয়েছে। আর বৃষ্টি হলে এ এলাকার সড়কের বেশির ভাগ অংশ চলে যায় পানির নিচে। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কোনো প্রকার উদ্যোগ নেই কাজের। পূর্ব নন্দীপাড়া, নন্দীপাড়া প্রধান সড়ক, পশ্চিম নন্দীপাড়া হয়ে মাদারটেক—পুরো সড়কেরই প্রায় একই হাল।

১ / ৫
সড়কের মাঝখানে গর্ত। তাই পাশ দিয়ে চলাচল
সড়কের মাঝখানে গর্ত। তাই পাশ দিয়ে চলাচল
২ / ৫
যেকোনো জায়গায় থাকতে পারে বড় গর্ত। তাই সাবধানে এই চালক
যেকোনো জায়গায় থাকতে পারে বড় গর্ত। তাই সাবধানে এই চালক
৩ / ৫
পূর্ব নন্দীপাড়া সড়কের পুরোটাজুড়েই এমন চিত্র
পূর্ব নন্দীপাড়া সড়কের পুরোটাজুড়েই এমন চিত্র
৪ / ৫
একার পক্ষে রিকশাভ্যান চালানো দায়। তাই শিশুর সাহায্য নিচ্ছেন এক চালক
একার পক্ষে রিকশাভ্যান চালানো দায়। তাই শিশুর সাহায্য নিচ্ছেন এক চালক
৫ / ৫
কাদাপানি আর গর্তে চলা দায়
কাদাপানি আর গর্তে চলা দায়