বড় পরিসরে বাংলাদেশ ইএনটি হাসপাতাল
নাক, কান, গলার বিভিন্ন রোগে ভোগা মানুষের জন্য বড় পরিসরে চালু হয়েছে বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক এম আর খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোবহানবাগে নাভানা নিউবেরী প্লেসের চারতলায় এখন থেকে ৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগীদের সেবা দেবেন। নাক, কান, গলার বিভিন্ন রোগের পাশাপাশি এখানে দাঁত ও মুখমণ্ডলের বিভিন্ন রোগ ও নিউরো সার্জারির ব্যবস্থা থাকবে।
এর আগে ১৯৯৮ সালে ঢাকা ইএনটি হাসপাতাল নামে অধ্যাপক মো. আবদুল্লাহ, অধ্যাপক এ এফ এম মহিউদ্দিন খান, সালেহ উদ্দিন সাঈদ ছোট পরিসরে ধানমন্ডিতে হাসপাতালটি চালু করেছিলেন। নতুন করে উদ্যোক্তা, চিকিৎসক ও রূপালী ব্যাংকের সহযোগিতায় হাসপাতালটি চালু হলো। (বিজ্ঞপ্তি)