বড়দিনে করোনা থেকে মুক্তিলাভের প্রার্থনা

সান্তাক্লজের সঙ্গে বড়দিনের উৎসবে মেতেছে শিশুরা। আজ সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে
ছবি: সাইফুল ইসলাম

করোনায় দুই ভাইকে হারিয়েছেন জাসেন্টা গোমেজ। বাড়ির উৎসবটাও অন্যবারের মতো হয়নি। তবু বোনকে নিয়ে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে এসেছেন। তাই উৎসবের চেয়েও ভাইসহ করোনায় মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনাই ছিল জাসেন্টার কাছে এবারের বড়দিন।

আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব পালিত হচ্ছে।

সকালে রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় প্রার্থনায় যোগ দিতে সকাল থেকেই আসতে থাকেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। জাসেন্টা গোমেজ সকাল নয়টার প্রার্থনায় যোগ দেন।

তিনি প্রথম আলোকে বলেন, ‘এবারের উৎসব তো আর আগের মতো না। আমার দুই ভাই মারা গেলেন করোনায়। তাঁদের জন্য প্রার্থনা করলাম। বাড়িতেও খুব বড় করে উৎসব হচ্ছে না। চার্চে এসেও দেখি আগের চেয়ে লোকজন কম।’

তেজগাঁও ক্যাথলিক চার্চের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ প্রার্থনা পরিচালনা করেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্ব শঙ্কিত, ভীত করোনাভাইরাসের সংক্রমণে।

এবারের প্রার্থনা ছিল, সারা বিশ্ব এবং প্রতিটি মানুষ এই মহামারি থেকে যেন মুক্তিলাভ করে, যাতে আবার সবাই সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারে।’

বড়দিনের উৎসবে শামিল হয়েছে শিশুরা। আজ সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে
ছবি: প্রথম আলো

করোনার কারণে এবার গির্জায় আসা সবার মুখে বাধ্যতামূলক মাস্ক ছিল। আগত মানুষের সংখ্যা অন্যবারের চেয়ে কম। পরিবার-পরিজন নিয়ে প্রার্থনায় যোগ দিয়েছেন অনেকে। এবার অনেকে নিজ বাড়িতে গিয়েও উৎসব পালন করতে পারেননি। লিপসন থাকানির বাড়ি ময়মনসিংহে। প্রতিবছরই তিনি গ্রামে পরিবারের সঙ্গে বড়দিন পালন করেন। লিপসন বলেন, ‘এবার যাইনি। চারদিকে আবার করোনার সংক্রমণ বাড়ছে। সাবধান থাকতে হচ্ছে।’

তেজগাঁও চার্চের সিস্টার প্রশান্ত প্রথম আলোকে বলেন, গতকাল রাতে প্রার্থনা হয়েছে।

প্রতিবার বড়দিনে তিনটি প্রার্থনা হয়। এবার দুটি হয়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজন করতে হয়েছে। তিনি জানান, খরচও সীমিত করে এবার অসহায়দের সাহায্য বেশি করা হয়েছে। প্রশান্ত বলেন, যিশুর জীবনযাপনকে অনুসরণ করে মুক্তিলাভ, অন্যায় থেকে দূরে থাকা, করোনা থেকে মুক্তিলাভ এবং দরিদ্রদের পাশে থাকাই ছিল এবারের প্রার্থনা।