বড়লেখায় পচা মাংস বিক্রি, গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমোহনী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার শওকত আলী (৩৫) ও দেলোয়ার হোসেন (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চৌমোহনী এলাকার একটি মাংসের দোকানে গরুর পচা মাংস বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ তোলেন। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে মাংস বিক্রেতাদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বড়লেখা থানা–পুলিশ ঘটনাস্থল থেকে এই দুই মাংস বিক্রেতাকে আটক করে নিয়ে আসে।

এ ব্যাপারে বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ শুক্রবার প্রথম আলোকে বলেন, শওকত আলী ও দেলোয়ার হোসেনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।