ভারী বর্ষণসহ শিলাবৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত সারা দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, টাঙ্গাইলে ৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৭৫ মিলিমিটার, দিনাজপুরে ৬৯ মিলিমিটার, মোংলা ৬৫ মিলিমিটার, ফরিদপুরে ৪৯ মিলিমিটার, চুয়াডাঙ্গা ৪২ মিলিমিটার, নিকলীতে ৪০ মিলিমিটার, সন্দীপে ৩৭ মিলিমিটার, ঈশ্বরদীতে ৩৬ মিলিমিটার ও ঢাকাতে ৩৬ মিলিমিটার।