ভাষাসৈনিক রোকেয়া খাতুন আর নেই

ভাষাসৈনিক রোকেয়া খাতুন
ছবি: সংগৃহীত

ভাষাসৈনিক রোকেয়া খাতুন আর নেই। আজ শুক্রবার সকাল আটটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে রোকেয়া খাতুনের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ জুমা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে রোকেয়া খাতুনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৩৫ সালের ২২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন রোকেয়া খাতুন। ১৯৫২ সালে খুলনার করোনেশন স্কুল থেকে ম্যাট্রিক পাসের পর এ কে গার্লস কলেজে (বর্তমানে বয়রা মহিলা কলেজ) ভর্তি হন তিনি। সেখান থেকে বিএ পাস করেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে খুলনায় যে পাঁচ নারী প্রকাশ্যে নেতৃত্ব দেন, তাঁদের মধ্যে রোকেয়া খাতুন ছিলেন অন্যতম।

১৯৫৪ সালে রোকেয়া খাতুন আরেক ভাষাসৈনিক চিকিৎসক মাহবুবুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান মনসুর হাবীব ও সানিয়া তাহমিনা স্বনামধন্য চিকিৎসক।