ভিয়েতনাম ফেরত ১১৩ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

বিমান
প্রতীকী ছবি

ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় তাঁরা ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর তাঁদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য বিধি মেনে ১১৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে ঢাকায় আনা হয়েছে। তাদের বহনকারী ফ্লাইটটি আজ বিকেল চারটায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে ঢাকায় আসার পর বিমানবন্দরে ১১৩ জনের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১৩ জন হজ ক্যাম্পে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন।