ভোলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত, আক্রান্ত শিশুসহ ২

ভোলায় এই প্রথম দুজন করোনাভাইরাস 'পজিটিভ' রোগী শনাক্ত হয়েছে। এদের বাড়ি মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায়। এ দুই রোগীর বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেছেন। তাঁর কাছে বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে করোনা পরীক্ষার প্রতিবেদন এসেছে।

সিভিল সার্জন জানান, কোভিড-১৯ আক্রান্ত মনপুরার তরুণের বয়স ২২ বছর। আর বোরহানউদ্দিনের শিশুটির বয়স ৮ বছর।দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা শঙ্কজনক নয়।

সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত তরুণ ঢাকা থেকে ও শিশুটির বাবা সিলেট থেকে সম্প্রতি এলাকায় ফেরেন। এই দুজনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। বৃহষ্পতিবার রাতে হাতে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, তারা করোনায় আক্রান্ত।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, তিনি এলাকায় লোক পাঠিয়ে আক্রান্ত কন্যাশিশুটির খোঁজখবর নিয়েছেন। শিশুটি বর্তমানে সুস্থ আছে।তার পুরো পরিবারের সদস্যসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুর বাবার বাড়ি ও নানার বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।

মনপুরার ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, উপজেলার আক্রান্ত তরুণ ৫-৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে এলাকায় ফেরেন। বুধবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা প্রতিবেদনে করোনা 'পজিটিভ' আসে। এ অবস্থায় শুক্রবার তরুণের বাড়িসহ ৯টি বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারগুলোর কাছে নিয়মিত খাদ্য পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।