মসজিদ-মন্দিরে বিতরণে সাংসদের বরাদ্দ দ্বিগুণ করার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

প্রত্যেক সাংসদের নির্বাচনী এলাকায় মসজিদ ও মন্দিরে বিতরণের জন্য ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ৫ লাখ টাকা করার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

গত অর্থবছরে সাংসদদের জন্য এই খাতে আড়াই লাখ টাকা করে বরাদ্দ ছিল। সেটি এ বছর দ্বিগুণ করার সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে করোনা মহামারির সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমিতিতে মাইকে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তা লাঘবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সমন্বয় করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে আমন্ত্রিত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান, মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও তাহমিনা বেগম বৈঠকে অংশ নেন।