মসজিদে প্রতিপক্ষের হামলার শিকার শিক্ষকের মৃত্যু

হত্যা
প্রতীকী ছবি

মাগুরায় মসজিদের ভেতর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক স্কুলশিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের একটি মসজিদে হামলার শিকার হন ওই ব্যক্তি। পরে রাত ১১টার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন মোল্লা ওরফে পাখি মাস্টার (৫৫)। তিনি পলাশবাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ীয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পরিবারের সদস্যরা দাবি করেছেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ীয়া উত্তর পূর্ব পাড়া জামে মসজিদে আসরের নামাজ আদায় করতে যান শিক্ষক আলাউদ্দিন মোল্লা। মসজিদের ভেতরই তাঁর ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ১১টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহতের ভাই মো. ফিরোজ এলাহীর ভাষ্য, ভাইয়ের সঙ্গে পুকুরের পাড় নিয়ে আগে থেকেই প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে বাঁশি মোল্লা, রবিউল মোল্লা, পিকুল মোল্লা, মুকুল মোল্লাসহ কয়েকজন মসজিদে ভাইয়ের ওপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন লোকজন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আজ রোববার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ওসি বলেন, ‘আটক তিনজনের সবাই জড়িত কি না, এখনো নিশ্চিত নই। তবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’