মাটি খুঁড়ে ৮৮৬টি গুলি উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামে গতকাল মঙ্গলবার একটি বাগানে মাটি খোঁড়ার সময় চারটি ম্যাগাজিনসহ রাইফেলের ৮৮৬টি গুলি পাওয়া গেছে। মুক্তিযুদ্ধের সময় গুলিগুলো কেউ পুঁতে রেখেছিলেন বলে পুলিশ ধারণা করছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, গতকাল ওই গ্রামের ওলি মোল্লার মেহগনিবাগান থেকে গাছের চারা তুলছিলেন শ্রমিকেরা। শ্রমিকদের ব্যবহৃত শাবল একটি বাক্সের সঙ্গে আটকে যায়। এরপর মাটি খুঁড়ে রাইফেলের ৮৮৬টি গুলি, চারটি ম্যাগাজিন, ১১টি চার্জার এবং গুলি রাখার দুটি বাক্স উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসপি জিহাদুল কবির বলেন, বাক্সের মধ্যে পলিথিন দিয়ে এসব গুলি মোড়ানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময় কেউ পুঁতে রেখেছিল।