মানবতাবিরোধী অপরাধে মোমিনের মৃত্যুদণ্ড

আবদুল মোমিন তালুকদার
ফাইল ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বগুড়ার বিএনপির সাবেক সাংসদ আবদুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত মোমিন তালুকদার পলাতক।

গত ৩১ অক্টোবর উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা। মোমিন তালুকদারের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম এ হাসান।

পরে রায়ের জন্য আজকের দিন (২৪ নভেম্বর) ধার্য করেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ রায় ঘোষণা করা হলো।

আজ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, মোমিন তালুকদারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।

রেজিয়া সুলতানা আরও বলেন, প্রমাণিত হওয়ায় তিনটি অভিযোগেই মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।