মানববন্ধন

চাকরির নিশ্চয়তা, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনকে (ফারিয়া) নিবন্ধন দেওয়া, সম্মানজনক ভ্রমণ, দৈনিক ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রাজশাহীর বাগমারায় মানববন্ধন হয়েছে। ফারিয়ার বাগমারা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। ফারিয়ার উপজেলা শাখার সভাপতি মামুন আল রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, মকবুল হোসেন প্রমুখ।