মামলার ফল অনলাইনে দিতে নির্দেশনা

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলা শুনানি শেষে আদালত ঘোষিত সংক্ষিপ্ত ফলাফল অনলাইনে তাৎক্ষণিকভাবে দৈনিক কার্যতালিকায় এন্ট্রি দেওয়ার জন্য বেঞ্চ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে জনস্বার্থে বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে এমন তথ্য রয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত অফিস আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের প্রতিটি মামলা শুনানি শেষে আদালত ঘোষিত সংক্ষিপ্ত ফলাফল অনলাইনে তাৎক্ষণিকভাবে দৈনিক কার্যতালিকায় এন্ট্রি দিলে আইনজীবী, মামলার পক্ষগণসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। তাঁরা মামলার ফলাফল বিষয়ে জানতে পারবেন। এতে নথি ব্যবস্থাপনা হালনাগাদ কাজে গতি আসবে।