মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

মামুনুল হক
ছবি: ফেসবুক থেকে

২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মঙ্গলবার এই মামলা করেন।

ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করার নির্দেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ।

বাদীপক্ষ মামলায় দাবি করছে, গত বছরের ১৩ অক্টোবর নর্দ্দা বারিধারা-সংলগ্ন প্রগতি সরণির প্রধান সড়ক অবরোধ করে আসামিদের নেতৃত্বে হেফাজতের প্রায় ২৫০ জন কর্মী ও মাদরাসাতু মুঈনুল ইসলাম মাদ্রাসার একদল উচ্ছৃঙ্খল ছাত্র-শিক্ষক মাদ্রাসায় লুটপাট চালান।

মামুনুল হক ছাড়া মামলার অপর আসামিরা হলেন মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হানজালা, হানজালা বিন জোবায়ের, হাজি জসীম উদ্দিন ঢালি, হাজি আফতাব উদ্দিন, মামুন ঢালি, ফারুক হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, ফজলুর রহমান, ফেরদৌস ঢালি, হাফিজুর রহমান সুমন, আল আমিন, আবদুর রহমান, রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বিন ইয়ামিন, মো. ওসমান, হাফিজুর রহমান, সুলাইমান, মাওলানা তালহা, মাওলানা গোলাম মুকতাদির, মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা নুর আলম, মাওলানা আলী, মাওলানা ইউসুফ, মাওলানা ফয়সাল, মাওলানা তারেক, বায়েজিদ, মো. হুমাইন আহামদ, মো. ইয়াসিন, মাওলানা আবদুর রাজ্জাক, হাফেজ মো. আবু সায়েম, মাওলানা আবদুর আজিজ, মাওলানা মো. আলী, মুফতি জসীম উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা আনিসুর রহমান।