মালদ্বীপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মালদ্বীপ সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান আজিজ আহমেদ।
আইএসপিআর

মালদ্বীপে সরকারি সফর শেষে আজ সোমবার সকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন তিনি মালদ্বীপে পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটিকে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় যোগ দেন। জেনারেল আব্দুল্লাহ শামাল কোভিড-১৯ মহামারি চলাকালে ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল দলকে মালদ্বীপে প্রেরণ করার জন্য জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৮ জনের একটি সেনা মেডিকেল দল করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে সহায়তা প্রদান করছে এবং মালদ্বীপে অবস্থিত বাংলাদেশিদের ভ্যাকসিনেশন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছে।