মাসব্যাপী ‘হ’-তে ‘হাত ধোয়া’ কর্মসূচি

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়া শেখাতে মাসব্যাপী ‘হ’-তে ‘হাত ধোয়া’ কর্মসূচি পালন করছে লাইফবয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৭০০টি স্কুলের সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে হাত ধোয়ার কার্যকর উপায় শেখানো হচ্ছে।

প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। দিবসটি সামনে রেখে ১০ অক্টোবর ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি উচ্চবিদ্যালয় থেকে এই ক্যাম্পেইনের শুরু। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুকাল থেকেই হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বাচ্চাদের সচেতন করে তোলা।

শিশুরা যেভাবে ‘এ, বি, সি’ ‘ক, খ, গ’ শেখে, সে ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এইচ’ ফর ‘হ্যান্ডওয়াশিং’ ‘হ-তে হাত ধোয়া’ ধারণাটি ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর আফজাল খান বলেন, হাত ধোয়ার অভ্যাসে পরিবর্তন আনার লক্ষ্যে এক শ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে লাইফবয়। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্র্যাকের সঙ্গে করা অংশীদারত্ব দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই অংশ।

শিশু ও কিশোরী-কিশোরদের হাত ধোয়ার অভ্যাসে পরিবর্তন আনতে গত বছর ‘হ’-তে ‘হাত ধোয়া’ কর্মসূচি শুরু হয়। বিজ্ঞপ্তি