মিছিলে জোর বাড়াতে...

ডিজিটাল সাউন্ডবক্স নিয়ে মিছিল করছেন নৌকার সমর্থকেরা। ছবি: প্রথম আলো
ডিজিটাল সাউন্ডবক্স নিয়ে মিছিল করছেন নৌকার সমর্থকেরা। ছবি: প্রথম আলো

কারওয়ান বাজারের রাস্তায় হঠাৎ এক মিছিল বের হয়েছে। আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে এই মিছিল। নানা স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলের মধ্যে এক শিশু সাদা একটা বাক্স নিয়ে যাচ্ছে। কাছে গিয়ে দেখা গেল, এটা আসলে একটা সহজে বহনযোগ্য একটি সাউন্ড বাক্স।

মিছিলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিটি বলছিলেন, ‘দিন বদলাইছে না। এখন কি আর খালি মুখে স্লোগান দেওন যায়? তাই মিছিলে স্লোগান মাইক দিয়া দিচ্ছি। আর স্লোগান জোরালো করতে গলা ফাটাইতে পারমু না তাই সাউন্ডবক্স লইছি।’ তাঁর কথা, ‘এতে সুবিদা হইলো অল্প জোর দিয়া মিছিল দিলেও জোরে শোনা যায় আর অনেকদূর পর্যন্ত সাউন্ড যায়।’

মিছিল এমন সাউন্ডবক্স অনেকে কৌতূহলী হয়ে দেখছেন। ছবি: প্রথম আলো
মিছিল এমন সাউন্ডবক্স অনেকে কৌতূহলী হয়ে দেখছেন। ছবি: প্রথম আলো

মিছিলে অংশ নেওয়া কয়েকজন জানালেন, কয়েক দিন থেকে তাঁরা মিছিলে মাইকের পাশাপাশি আলাদা সাউন্ডবক্স নিয়ে বের হচ্ছেন। এই সাউন্ডবক্স চার্জ দেওয়া যায়। আর সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায়। এ ছাড়া হাতবদল করেও নেওয়া যায় তাই কারও বহন করতে অসুবিধা হয় না।

মিছিলে অংশ নেওয়া একজন জানান, দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে রাজধানীর স্টেডিয়াম মার্কেটসহ বিভিন্ন বড় বড় ইলেকট্রনিকসের দোকানে পাওয়া যায়।

কারওয়ান বাজারের বাজার করতে এসেছিলেন হাতিরঝিলের বাসিন্দা মো. কুদ্দুস মিয়া। তিনিও মিছিলে এই যন্ত্রটিই দেখছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বললেন, আগে তো দেখতাম মিছিলে গলা ফাটিয়ে স্লোগান দেওয়া হতো। সেই স্লোগান দিতে দিতে গলা ভেঙে যেত। এখন তো দেখছি প্রযুক্তির কল্যাণে তাতে পরিবর্তন এসেছে। এই যন্ত্র থাকলে আর গলা ফাটাতে হবে না। স্বাভাবিক ভাবে স্লোগান দিলেও জোরে শোনা যাবে।

কুদ্দুসের কথা শুনে পাশ থেকে মহিউদ্দিন নামের আরেক ক্রেতা আরও রসিকতা করলেন। তিনি বললেন, মিছিল রেকর্ড করে বাজালেই তো হয়। তাহলে শুধু মিছিল চলবে আর মানুষ মুখ নড়াবে। কারও পরিশ্রম হবে না। কুদ্দুস এ কথা শুনে হাসলেন আর বললেন, ডিজিটাল যুগে ডিজিটাল মিছিল। আইডিয়া খারাপ না!