মিতু হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

মাহমুদা খানম মিতু
ছবি: সংগৃহীত

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকু।

বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানিয়েছেন।

তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাহমুদা খানম মিতুর বাবা বুধবার যে হত্যা মামলা দায়ের করেছেন তাতে সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে।

আলোচিত এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজনদের একজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাঁরই ভাই সাইদুল ইসলাম শিকদার। মিতু হত্যার পর তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে মামলা করেছিলেন, সেই মামলার তদন্তে এই দুই ভাইয়ের নাম এসেছিল। সাইদুল গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান।

এদিকে তদন্তে মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পিবিআই। বুধবারই বাবুলের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তাঁরা।

অপরদিকে বাবুলসহ আটজনকে আসামি করে এদিনই একটি হত্যা মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। ওই মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়েছে পিবিআই। তাঁর পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

এই মামলার অপর আসামিরা হলেন– কামরুল সিকদার মুসা, এহতেশামুল হক ভোলা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ কালু।