মিরপুরের তিন লাশের ময়নাতদন্ত সম্পন্ন

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা তিনটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ময়নাতদন্ত হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক এ কে এম মইনউদ্দিন এই তথ্য জানান।

ময়নাতদন্ত শেষে লাশের ভিসেরা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠিয়েছেন চিকিৎসকেরা।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক এ কে এম মইনউদ্দিন বলেন, লাশের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন এস এম বায়েজীদ (৪৫), তাঁর স্ত্রী কোহিনুর পারভীন ওরফে অঞ্জনা (৪০) ও তাঁদের একমাত্র সন্তান এস এম ফারহান (১৭)।

শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় ঝুলছিলেন বায়েজীদ। পাশের খাটের ওপর নিথর পড়েছিলেন কোহিনুর ও ফারহান।

বায়েজীদ ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী কোহিনুর ছিলেন গৃহিণী। তাঁদের সন্তান ফারহান ঢাকা কমার্স কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

পুলিশের ধারণা, গত বুধবার রাতের কোনো একসময় বায়েজীদ স্ত্রী ও ছেলেকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা বলছেন, বায়েজীদ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন। তিনি বিভিন্ন ব্যক্তি ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি এ ঘটনা ঘটাতে পারেন।