মির্জাপুরে ৪ পুলিশসহ কোভিডে নতুন আক্রান্ত ৯ জন

কোভিড-১৯
কোভিড-১৯

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ৪ সদস্যসহ নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৪২ জন কোভিড-১৯-এ রোগে আক্রান্ত হলেন।

এর মধ্যে রয়েছেন মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিসি) দুজন উপপরিদর্শক (এসআই), একজন প্রশিক্ষণার্থী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন প্রশিক্ষণার্থী কনস্টেবল।

পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান জানান, আক্রান্ত ব্যক্তিরা নিজেদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। তবে জরুরি প্রয়োজনে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হবে।

অন্য আক্রান্ত লোকজনের মধ্যে উপজেলা সদরের বাইমহাটী এলাকার এক ব্যক্তি (৪৫), ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের একজন (২৫), ইচাইল গ্রামের একজন (৩১), গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকার একজন (৪৫) ও ক্যাডেট কলেজ এলাকার এক ব্যক্তি (৩৫) রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় ১৩ জুলাই সংগৃহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে ওই ৯টি নমুনা পজিটিভ এসেছে।

মির্জাপুরে সব মিলিয়ে ৩৪২ জন করোনা রোগীর মধ্যে ৬ জন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৭৫ জন। অন্য ১৬১ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার প্রস্তুতি চলছে।