
রসে ডোবানো মিষ্টির পাত্রে ভাসছে মরা মাছি আর তেলাপোকা। কিছু মিষ্টিতে ফাঙাসের চিহ্ন। কারখানার চারপাশে ময়লা আর দুর্গন্ধ। চট্টগ্রাম নগরের প্রসিদ্ধ দুই মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এমন চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরেকটি মিষ্টির দোকানের মোড়কে উৎপাদনের তারিখ বা মেয়াদ পাওয়া যায়নি। এই তিন প্রতিষ্ঠানকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার নগরের নন্দনকানন, সিরাজুদ্দৌলা রোড ও এনায়েতবাজারে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। এ ছাড়া বাকলিয়া ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে একটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অপরিচ্ছন্নতা এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়ায় নন্দনকানন এলাকার বোস ব্রাদার্সকে দুই লাখ টাকা ও সিরাজউদ্দৌলা রোডের ইকবাল সুইটমিটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এনায়েতবাজার এলাকার রয়েল বাংলা সুইট হাউসকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, বোস ব্রাদার্স মিষ্টির কারখানার অবস্থা খুবই নোংরা ও দুর্গন্ধময়। ইকবাল সুইটমিটের কারখানার অবস্থাও অপরিচ্ছন্ন। এই দুই কারখানায় কোন কোন মিষ্টি কবে উৎপাদন করা হয়েছে, তা কারখানার লোকজনই বলতে পারছিলেন না। আবার রয়েল বাংলা সুইট হাউস তাদের কোনো পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করেনি। এসব কারণে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ, আমদানি নিষিদ্ধ ওষুধ, সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে বাকলিয়া ডিসি রোড এলাকার মেসার্স এপেক্স ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রডের গায়ে লেখা ৫০০ ডব্লিউ গ্রেড। কিন্তু পরীক্ষা করে দেখা গেল রডের মান এর নিচে। মান ছাড়াই দীর্ঘদিন ধরে এমএস রড উৎপাদন ও বিক্রি করে আসছিল বেনজ ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা। প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ওজনে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে পৌনে দুই লাখ টাকা। গতকাল নগরের নাসিরাবাদ শিল্প এলাকা ও পূর্ব নাসিরাবাদে এ অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ ও মাঠ কর্মকর্তা শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।