মুঠোফোন তুলতে গিয়ে জীবনটাই গেল তাঁর

এক নারীর মুঠোফোন পড়ে যায় টয়লেটের গর্তে। ৬০০ টাকার বিনিময়ে তিনি মুঠোফোনটি তোলার দায়িত্ব দেন এক ব্যক্তিকে। তবে ওই ব্যক্তির আর ফোন তোলার সুযোগ হয়নি। কারণ, গর্তে নামার পরই তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে খাগড়াছড়ির রামগড়ে।

নিহত ওই ব্যক্তির নাম মরণ মালাকার (৫০)। তিনি রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়ার এক নারীর মুঠোফোন শনিবার বিকেল চারটার দিকে হাত ফসকে টয়লেটের গর্তে পড়ে যায়। এরপর ৬০০ টাকার বিনিময়ে মুঠোফোনটি তোলার জন্য মরণ মালাকার ওই গর্তে নেমে পড়েন। গর্তে ঢোকার সঙ্গে সঙ্গে মরণ মালাকার ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার দিতে থাকেন। তবে এ সময় আশপাশে থাকা নারীদের পক্ষে গর্ত থেকে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। চিৎকার দেওয়ার কিছুক্ষণ পর সাড়াশব্দ বন্ধ হয়ে যায় মরণ মালাকারের। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী মো. আরমান উদ্দিন বলেন, গর্তটি প্রায় ১৫ ফুট গভীর। ধারণা করা হচ্ছে, টয়লেটের বিষাক্ত গ্যাসে মরণ মালাকার নিশ্বাস নিতে না পেরে মারা গেছেন।

রামগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, রাত নয়টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে।