মৃত্যুবার্ষিকী
মঞ্জুরুল ইসলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কোষাধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে শহরের কমলাপুর মাইটা কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর মুসলিম মিশন ও আরামবাগ এতিমখানায় বাদ ফজর দোয়ার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিসমকসুদ আলমবেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভর বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মকসুদ আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। তিনি ২০০৭ সালের এই দিনে ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাজী জাহান আরাআরমানিটোলা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কাজী জাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ২৯ আগস্ট। এ উপলক্ষে ধানমন্ডি ৩ নম্বর সড়কে অবস্থিত মেহমান কমিউনিটি সেন্টারে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাজী জাহান আরা প্রয়াত ন্যাপ নেতা কাজী জহিরুল হকের স্ত্রী। বিজ্ঞপ্তি।সামছুল হক মজুমদারগণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বিশিষ্ট সমাজসেবক সামছুল হক মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে মরহুমের ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের আমজাদ মজুমদারবাড়িতে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সামছুল হক মজুমদার বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্ট লাইন কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার ও বিজেএমসির প্রকৌশলী জাকির হোসেন মজুমদারের বাবা। বিজ্ঞপ্তি।