মেধা শিক্ষাবৃত্তি

হকার ও এজেন্টদের মেধাবী সন্তানদের প্রথম আলো মেধা শিক্ষাবৃত্তি দিচ্ছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৪০ জনকে এসএসসি এবং এইচএসসিতে ভালো ফলের জন্য এ বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত দুই ভাইসহ তিনজনের গল্প এখানে ছাপা হলো।

বৃত্তি পেয়েছেন দুই ভাই

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান। তিনি সিলেট মহানগর সংবাদপত্র হকার সমিতির সাবেক সভাপতি আবদুস সালামের বড় ছেলে। তাঁর মা নাজমুননাহার গৃহিণী। আবদুস সালাম প্রায় ৩২ বছর ধরে সংবাদপত্রের ব্যবসায় যুক্ত। আনিসুর রহমান আল আমিনজামেয়া স্কুল থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পান। ২০১৬ সালে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পান। এই ধারাবাহিক ভালো ফলের জন্য প্রথম আলোর পক্ষ থেকে মেধাবৃত্তি পান আনিসুর। মেধাবৃত্তির অংশ হিসেবে টানা দুই বছর প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি পেয়েছিলেন।

আবদুস সালামের আরেক ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের (এলএলবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তিনি আল আমিনজামেয়া স্কুল থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পান। ২০১৬ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথম আলোর পক্ষ থেকে মেধাবৃত্তির অংশ হিসেবেপ্রতিমাসে এক হাজার টাকা করে বৃত্তি পেয়েছিলেন তিনি।

বৃত্তি পেয়েছেন সিলেটের কাওছারউজ্জামান

সিলেট মহানগর হকার সমিতির কোষাধ্যক্ষ মো. আবু সালেহ ও খোরশেদা বেগম দম্পতির ছেলে মো. কাওছারউজ্জামান। বর্তমানে তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ২০১৫ সালে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান।

প্রথম আলোর পক্ষ থেকে টানা দুই বছর প্রতি মাসে এক হাজার টাকা করে মেধাবৃত্তি পান।

আবুসালেহ টানা ২২ বছর ধরে প্রথম আলোর পাঠক বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছেন।