মৌসুমি বায়ুর প্রভাবে আজও ঢাকায় বৃষ্টি

ঢাকায় সকালে বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া।

দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি অব্যাহত আছে। আজ সকালে ঢাকায় সূর্য কিছুটা উঁকি দিলেও দুপুর নাগাদ মেঘে ঢেকে যায় আকাশ। অন্ধকার হয়ে নামে ঝুমবৃষ্টি।

সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়, ১১১ মিলিমিটার। এই বিভাগের সৈয়দপুরে ২৬ ও দিনাজপুরে বৃষ্টি হয় ১৬।

রাজশাহীর মধ্যে শুধু বৃষ্টি হয়েছে বগুড়ায়, ৫৫ মিলিমিটার। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৩৯, পটুয়াখালীতে ১৭, ভোলার ১৫ ও বরিশাল শহরে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল।

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের মতে, টেকনাফ দিয়ে বাংলাদেশে প্রবেশ করা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের আকাশে ‘মোটামুটি সক্রিয়’ এবং উত্তর বঙ্গোপসাগরে এটি ‘মাঝারি অবস্থায়’ বিরাজ করছে।