ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ১৪শ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে নতুন করে ৬৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১৪শ ছাড়াল। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। ময়মনসিংহ বিভাগে এখন কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৪১৬ জন।

এর মধ্যে গতকাল ময়মনসিংহে ৪১ জন, জামালপুরে ১২ জন, শেরপুরে ৬ জন ও নেত্রকোনায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ময়মনসিংহে ৬৬৮ জন, জামালপুরে ৩৩৪ জন, নেত্রকোনায় ২৯৪ জন ও শেরপুরে ১২০ জন হলো। বিভাগে মোট আক্রান্তের ৪৭ শতাংশই ময়মনসিংহ জেলায়।

আজ রো্ববার ময়মনসিংহে সর্বোচ্চসংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে আজ একদিনেই দুটি মেশিনের মাধ্যমে ৭৫২টি নমুনা পরীক্ষা হয়। এটা ঢাকার বাইরে একক ল্যাব হিসেবে সর্বোচ্চ নমুনা পরীক্ষা।

বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, জামালপুরে ৪ জন, নেত্রকোনায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪৮ জন। ময়মনসিংহে ২৩২ জন, জামালপুরে ১৪৫ জন, নেত্রকোনায় ১০৩ জন ও শেরপুরে ৬৮ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে স্বাস্থ্য বিভাগ সূত্রে।

করোনা সংক্রমণের হার দিন দিন বেড়ে চলছে উল্লেখ করে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক চিকিৎসক আবুল কাশেম বলেন, ‘আমরা এখন কঠিন সময় পার করছি। তাই নিজেদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সামাজিক দূরত্ব কঠোর ভাবে মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া করোনা প্রতিরোধ কোনোভাবেই সম্ভব নয়। বিভাগে সংক্রমণের হার বিবেচনায় এলাকা চিহ্নিতকরণের কাজ চলমান রয়েছে। শিগগিরই বিভিন্ন এলাকাকে তিনটি জোনে ভাগ করা হবে।