ময়মনসিংহে পুকুর ভরাট বন্ধ ও পুনর্খননের দাবি

ময়মনসিংহ শহরের পুকুর ভরাট বন্ধ ও ভরাট হয়ে যাওয়া পুকুর আবারও খনন করার দাবি জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল সোমবার দুপুরে শহরের বাতিরকল এলাকায় মানববন্ধন করে তারা এ দাবি জানায়।
দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একশ্রেণির ভূমিদস্যু ক্ষমতার দাপট দেখিয়ে এবং প্রশাসনের প্রশ্রয়ে একে একে ময়মনসিংহ শহরের অনেক পুকুর ভরাট করে ফেলেছে। এখনো চলছে পুকুর ভরাটের পাঁয়তারা। এসব পুকুর ভরাটের পেছনে রাজনৈতিক দলের নেতারা জড়িত।
মানববন্ধনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সভাপতি মেজর শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক শিব্বির আহাম্মেদ, আইনজীবী নজরুল ইসলাম, এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।