ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে সমাবেশ

বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেন হাজারো চরবাসী l ছবি: প্রথম আলো
বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেন হাজারো চরবাসী l ছবি: প্রথম আলো

ময়মনসিংহে বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জয় বাংলা বাজারের রেনেসাঁ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এতে চর এলাকার শত শত মানুষ অংশ নেন।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয় স্থাপন এবং আধুনিক ময়মনসিংহ নগর গড়ে তোলার জন্য সরকার চর এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছেন চরবাসী। তাঁরা ফসলি জমি রক্ষার দাবি থেকে সরে দাঁড়ালেও এখন বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন করছেন। প্রায় সাড়ে তিন মাস ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর ভবানীপুর, চর দুর্গাপুর গ্রামের মানুষ।
গতকালের সমাবেশে বক্তারা বলেন, চরবাসী যেকোনো মূল্যে নিজেদের বসতভিটা রক্ষা করতে চায়। সরকার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাঁরা বলেন, বিভাগ ও আধুনিক ময়মনসিংহ নগরের পক্ষে তাঁরা। তবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া থেকে তাঁদের প্রায় ১৫ হাজার পরিবারের বসতভিটা বাদ দিতে হবে। এ ছাড়া জমি অধিগ্রহণের ক্ষেত্রে তাঁরা চর এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে সমহারে জমি অধিগ্রহণের অনুরোধ করেন।
সমাবেশে বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন, শহীদুল ইসলাম, খোরশেদ আলম, নাদিম মাহমুদ, বজলুর রহমান, ফজলুল হক, হাবীবুর রহমান, আবদুল হান্নান, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।