যাত্রী ভর্তি করে কাল থেকে চলবে ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
ফাইল ছবি

এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। যাত্রী ভর্তি করেই চলবে ট্রেন। কাল থেকে শতভাগ আসনে যাত্রী ওঠানো হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, কার থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।