রাইড শেয়ারিং ‘ওভাই’ পেল ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের কাছ থেকে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস।

ইনক্‌লুশন্স অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের (এইচসি-আইসিএস) জন্য ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশীয় রাইড শেয়ারিং স্টার্ট আপ ‘ওভাই’।

ওভাই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের কাছ থেকে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস।

সাধারণ রোগী ও চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানে গত মার্চ থেকে বাড়তি সুরক্ষা অবলম্বনের উদ্যোগ নিয়ে প্রশংসিত হয় ‘ওভাই’। দ্রুততম সময়ের মধ্যে সাধারণ জনগণের জন্য বিশেষ এই সুরক্ষিত সেবাটি চালু করার মাধ্যমে অগণিত গ্রাহককে প্রয়োজনীয় যাতায়াত সেবা দিতে পেরেছে ওভাই। কমিউনিটি সার্ভিসে এই উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বেসিস অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাক্রিডিটেশন কমিটি ওভাই-কে এই পুরস্কার দিয়েছে।

ওভাই-এর এই কাজকে স্বীকৃতি দেওয়ায় বেসিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সিইও ওমর ফেরদৌস। তাঁদের কাজের স্বীকৃতি প্রদান করায় বেসিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।